মেলান্দহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিতরা।
মঙ্গলবার সন্ধায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝাউগড়া ইউনিয়ন যুবদলের সাবেক শাহিনুল আলম সোহেল ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ও ঝাউগড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ডাঃ সফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, যুবনেতা আনিছ সরকার, শফিকুল ইসলাম, সেলিম ফকির, মমিন, মঞ্জরুল, ফাইনুসসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, এই অবৈধ কমিটি আমরা মানি না মানবো না। অতি দ্রুত এই কমিটি বাতিল করে আবার পুনরায় নতুন কমিটি দেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঝাউগড়া ইউনিয়ন বিএনপির সমন্নয়কবৃন্দ।
এদিকে কমিটি ঘোষণার পর থেকে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় তালাবদ্ধ করে রাখা হয়েছে।
উল্লেখ, গত ১৫ মে সোহাগ রানা উজ্জলকে আহ্বায়ক, মোবারক হোসেন সুমনকে সদস্য সচিব, রেজাউল করিম রেজাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়।