শিরোনামঃ
মেলান্দহে পত্রিকায় ‘মনগড়া ও মিথ্যা’ সংবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ জামালপুরে দুই শতাধিক পরিবার পেল স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার জিয়াউর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না: মুঞ্জু দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার মেলান্দহে ঝাউগড়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল জামালপুরের ইসলামপুরে পুষ্টি মেলা অনুষ্ঠিত মেলান্দহে মেলার নামে মদ-গাঁজা বন্ধের দাবিতে বিক্ষোভ কারাগার থেকে বেরুনোর পর সিরাজগঞ্জের সাবেক এমপিকে ছিনিয়ে নিয়ে নির্যাতন করে পুলিশে দিলো বৈছা সমন্বয়করা ঠাকুরগাঁও সদরে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে অভিযান, তল্লাশি দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

জামালপুর আদালত চত্বরে মামলার বাদীর ওপর হামলা চালিয়েছে আসামিরা

  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫ Time View

নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে মামলার বাদীর ওপর হামলা চালিয়েছে আসামিরা। বাদীর আইনজীবী বিষয়টি অবগত করলে, সংশ্লিষ্ট বিচারক আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এনিয়ে প্রেসক্লাব জামালপুরের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মামলার বাদী সবুজ মিয়া। তিনি বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ সরকারের ছেলে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ওই ঘটনাটি ঘটে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী জানকিপুর মন্ডলপাড়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন, চাঁন মিয়া এবং লিয়াকত আলীর ছেলে কবির মিয়ার সঙ্গে সবুজ মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে গত ২৫ ফেব্রুয়ারি ১৭ জনের নামোল্লেখে জামালপুরের বকশীগঞ্জ সিআর আমলি আদালতে সবুজ মিয়া একটি মামলা করেন। মামলা নম্বর ১৩৬ (১) ২০২৫। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানার ওসিকে এফআইআরের আদেশ দেন। পরবর্তীতে বকশীগঞ্জ থানার ওসি মামলাটি এফআইআর করেন। যার জিআর নম্বর ৬৪(২)২০২৫।

আজ ওই মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন। আসামিরা আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে জেলা আইনজীবী সমিতির বার ভবনের সামনে অতর্কিতভাবে সন্ত্রাসী কায়দায় মামলার বাদী সবুজ মিয়ার ওপর হামলা করে। আসামিরা সবুজ মিয়াকে কিল ঘুষি, লাথি মেরে তাঁর পড়নের শার্টের কাপড় টেনে হেচড়ে ছিড়ে ফেলে। আসামিদের তাণ্ডবে দৌঁড়ে প্রাণে রক্ষা পান সবুজ মিয়া। 

ভুক্তভোগী মামলার বাদী সবুজ মিয়া বলেন, ‘বার ভবনের সামনে হওয়ায় আসামিদের অতর্কিত হামলাটি বার ভবনের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। পরবর্তীতে আমার আইনজীবী মুজাহিদুল ইসলাম মাসুম সাহেবকে হামলার বিষয়ে জানালে, তিনি আমাকে নিয়ে আদালতে হাজির হয়ে সংশ্লিষ্ট বিচারককে ঘটনাটি অবগত করেছেন। 

মামলার বাদী পক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম মাসুম বলেন, ‘আদালত চত্বরে মামলার বাদীর ওপর আসামিরা হামলা করেছে। পরে বিষয়টি আমরা সংশ্লিষ্ট বিচারককে অবগত করেছি। বিচারক  প্রতিকারের আশ্বাস দিয়েছেন। আমরা আইনগত পদক্ষেপ নেব।’

অভিযুক্ত ফরহাদ হোসেন, চাঁন মিয়া এবং লিয়াকত আলী বলেন, ‘আমরা মামলার বাদীর ওপর হামলা করিনি। তবে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করায় আদালত চত্বরে মামলার বাদী সবুজ মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এটা বড় কোনো বিষয় নয়।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:১০
  • ৪:৪৪
  • ৬:৪৮
  • ৮:০৯
  • ৫:২৮
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
2019 © CodeDokan.Com