নিজস্ব প্রতিবেদক : জামালপুরের ইসলামপুরে মোঃ মিষ্টার (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) মোঃ নাজমুন সাকিব।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ইসলামপুর পৌরসভার দর্জিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিষ্টার(৪৬)। তিনি ইসলামপুর পৌরসভার মৃত বদিউজ্জামানের ছেলে। তার কাছে থেকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। আইনী পক্রিয়া শেষে জেলে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।