মেলান্দহ, (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুঞ্জুরুল কবীর মুঞ্জু বলেছেন জিয়াউর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তারই ঘোষনার মধ্য দিয়ে ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে।আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি।
শুক্রবার (৩০মে) বিকালে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।
তিনি বলেন,তারই উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে ২৪ এর জুলাই-আগষ্ট আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে দেশ পুনরায় স্বাধীন হয়েছে।বর্তমানে যারা ক্ষমতায় এসেছেন তারা বিএনপির ১৭ বছর আন্দোলনের ফসল হিসেবে ক্ষমতায় এসেছেন।
তিনি আরও বলেন, আপনারা যদি দুধের বাচ্চা দিয়ে দেশ চালানোর সিদ্ধান্ত নেন,তাহলে আপনারা ভুলের স্বর্গে আছেন।আমরা দেখেছি ছাত্ররা কি করেছিলো।তারা ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে আত্মসমর্পণ করেছিলো।কিন্তু তখনও বিএনপির নেতাকর্মীরা আত্মসমর্পণ করে নাই।
পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুঞ্জুরুল কবীর মুঞ্জু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহিম,মেলান্দহ উপজেলা কৃষকদলের সভাপতি মতিউর রহমান বাবলু,দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায় বাদ জুমআ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।মেলান্দহ উপজেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও খাবার প্যাকেট বিতরণ করা হয়। কুলিয়া ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও মুসল্লিদের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।