শিরোনামঃ
মেলান্দহে পত্রিকায় ‘মনগড়া ও মিথ্যা’ সংবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ জামালপুরে দুই শতাধিক পরিবার পেল স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার জিয়াউর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না: মুঞ্জু দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার মেলান্দহে ঝাউগড়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল জামালপুরের ইসলামপুরে পুষ্টি মেলা অনুষ্ঠিত মেলান্দহে মেলার নামে মদ-গাঁজা বন্ধের দাবিতে বিক্ষোভ কারাগার থেকে বেরুনোর পর সিরাজগঞ্জের সাবেক এমপিকে ছিনিয়ে নিয়ে নির্যাতন করে পুলিশে দিলো বৈছা সমন্বয়করা ঠাকুরগাঁও সদরে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে অভিযান, তল্লাশি দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ‘নতুন বাংলাদেশ’ গঠনের পথ সুগম করেছে: চীনে প্রধান উপদেষ্টা

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫ Time View

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ‘নতুন বাংলাদেশ’ গঠনের পথ সুগম করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সকালে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানা প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। এরপর বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই অভ্যুত্থান ‘নতুন বাংলাদেশ’ গঠনের পথ সুগম করেছে।’

চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে যুক্ত ছিলেন।
বৈঠকের সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

ড. ইউনূস আজ বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল-এ চীনা ব্যবসায়ীদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নিচ্ছেন। এই আয়োজনের মূল লক্ষ্য হলো বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের ধারণা প্রদান এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করা।
প্রধান উপদেষ্টা একই ভেন্যুতে তিনটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন, যার বিষয়বস্তু হলো— টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ- উৎপাদন ও বাজারের সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও থ্রি জিরো বিশ্বের ভবিষ্যত।

বৈঠকে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, চীনের স্বনামধন্য কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। অধ্যাপক ইউনূস চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজনে এক নৈশভোজেও অংশ নেবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:১০
  • ৪:৪৪
  • ৬:৪৮
  • ৮:০৯
  • ৫:২৮
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
2019 © CodeDokan.Com