মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গ্রামের শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মরহুম আব্দুল হাকিম আকন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) তার নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মরহুম আব্দুল হাকিম আকন্দের নাতী যুক্তরাষ্ট্র প্রবাসী লোমান জামালি বলেন, আমাদের সবারই একদিন না একদিন মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে। এজন্য আমাদের সকলকে সৎ ও ন্যায়ের পথে চলতে হবে।আজ আমার দাদু এ পৃথিবীতে নেই । আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এ দোয়া ও ইফতার মাহফিল আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন।
এছাড়াও মরহুম আব্দুল হাকিম আকন্দের ছেলে দক্ষিণ কোরিয়া প্রবাসী লুলু জামালীসহ সকল ছেলেমেয়েরা তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।