মেলান্দহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহের দুরমুঠে হযরত শাহ কামাল (রহ) এর মাজার কেন্দ্রিক মাসব্যাপী বৈশাখী ওরশ মেলার নামে প্রকাশ্যে মদ-গাঁজা-ইয়াবাসহ দেহ ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে ইত্তেফাকুল ওলামা মেলান্দহ উপজেলা শাখা এ আয়োজন করেন।
মেলান্দহ কেন্দ্রীয় জামে মসজিদ গেট থেকে মিছিলটি বের হয়ে থানা গেট-থানা মোড় শাপলা মার্কেট হয়ে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দিন, মেলান্দহ ইত্তেফাকুল ওলামার সাধারণ সম্পাদক মুফতি সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল ওয়াহাব এবং মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান মুফতি রহমতুল্লাহ আল হোসাইনী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে বৈশাখী মেলার নামে পুলিশ প্রশাসন সহ সবাই জানলেও নিরব। কেউ এসব অপকর্ম বন্ধ করে না। মেলায় প্রায় ৫০০ গাঁজা বিক্রির দোকান বসে।
এছাড়া প্রতিদিন রাতে ওই মেলায় চলে অশ্লীল নৃত্য , মাদক বেচাকেনা ও জোয়ার আসর চলবে। এসব অপকর্মের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে এবং যাবে। এসএসসি পরিক্ষা চলমান এটা আমাদের মাথায় রাখতে হবে।