শিরোনামঃ
মেলান্দহে পত্রিকায় ‘মনগড়া ও মিথ্যা’ সংবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ জামালপুরে দুই শতাধিক পরিবার পেল স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার জিয়াউর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না: মুঞ্জু দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার মেলান্দহে ঝাউগড়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল জামালপুরের ইসলামপুরে পুষ্টি মেলা অনুষ্ঠিত মেলান্দহে মেলার নামে মদ-গাঁজা বন্ধের দাবিতে বিক্ষোভ কারাগার থেকে বেরুনোর পর সিরাজগঞ্জের সাবেক এমপিকে ছিনিয়ে নিয়ে নির্যাতন করে পুলিশে দিলো বৈছা সমন্বয়করা ঠাকুরগাঁও সদরে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে অভিযান, তল্লাশি দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

মেলান্দহে বিকাশ ব্যবসায়ীকে হাতুড়িপেটা, পাঁচ লাখ টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা

  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহে রফিকুল ইসলাম (৪৩) নামে এক বিকাশ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাঁচ লাখ টাকা ও চারটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. ফারুক (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২২ মার্চ) গভীর রাতে মেলান্দহ পৌরসভার কামদেববাড়ী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে সাড়ে ১১টা দিকে পৌরসভার কামদেববাড়ী এলাকার বশর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম মেলান্দহ বাজারের গো-হাটি সংলগ্ন বিকাশের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চাকদহ এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফারুক (৩৪) এবং মৃত আব্দুল মতিনের ছেলে আশিক (২৫) সহ আরও কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।  এসময় রফিকুলকে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রফিকুলের সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, চারটি মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেয় তারা।

রফিকুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের সময় আসামি ফারুক ঘটনাস্থলে নিজের মোবাইল ফেলে যায়। পরে মোবাইলটি আনতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাতুড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আশিকসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১২:০৯
  • ৪:৪৫
  • ৬:৫৬
  • ৮:২২
  • ৫:১৮
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
2019 © CodeDokan.Com