শিরোনামঃ
মেলান্দহে পত্রিকায় ‘মনগড়া ও মিথ্যা’ সংবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ জামালপুরে দুই শতাধিক পরিবার পেল স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার জিয়াউর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না: মুঞ্জু দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার মেলান্দহে ঝাউগড়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল জামালপুরের ইসলামপুরে পুষ্টি মেলা অনুষ্ঠিত মেলান্দহে মেলার নামে মদ-গাঁজা বন্ধের দাবিতে বিক্ষোভ কারাগার থেকে বেরুনোর পর সিরাজগঞ্জের সাবেক এমপিকে ছিনিয়ে নিয়ে নির্যাতন করে পুলিশে দিলো বৈছা সমন্বয়করা ঠাকুরগাঁও সদরে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে অভিযান, তল্লাশি দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

মেলান্দহে চাঁদাবাজির মামলায় পলাতক শ্রমিক লীগ নেতা জুইস গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহে ডিসি পরিচয় দিয়ে চাঁদাবাজির মামলায় অন্যতম সহযোগী ও একাধিক মামলার পলাতক আসামি মনির হোসেন জুইসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (২২ মার্চ) গভীর রাতে উপজেলার চারাইলদার পশ্চিম পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

গ্রেপ্তার মনির হোসেন জুইস (৩৫) উপজেলার চারাইলদার পশ্চিম পাড়া এলাকার মো. সুরুজ প্রামানিকের ছেলে। তিনি স্থানীয়ভাবে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গেও জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন সাকিব নামের এক প্রতারক দীর্ঘদিন ধরে নিজেকে জেলা প্রশাসকের লোক (ডিসি) পরিচয় দিয়ে মেলান্দহ উপজেলার বিভিন্ন বালু ঘাটে চাঁদা আদায় করছিলেন। এ কাজে তার প্রধান সহযোগী ছিল মনির হোসেন জুইস।

গত ১৭ মার্চ উপজেলার চারাইলদার এলাকায় বালু ব্যবসায়ী রেজাউল ইসলামের কাছে চাঁদা দাবি করতে গেলে স্থানীয়রা সাজ্জাদ হোসেন সাকিবকে ধরে ফেলে। তবে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় জুইস। খবর পেয়ে পুলিশ সাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পরে বালু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় সাকিব ও জুইসের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হোসেন সাকিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনার পর থেকে পলাতক থাকা জুইসকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। পরে রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ডিসি পরিচয়ে চাঁদাবাজির মামলার অন্যতম সহযোগী মনির হোসেন জুইসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১২:০৯
  • ৪:৪৫
  • ৬:৫৬
  • ৮:২২
  • ৫:১৮
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
2019 © CodeDokan.Com