মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে আইনজীবী নাসরিন সুলতানা শিখা (সদস্য ঢাকা বার কাউন্সিল) ও তার মায়ের ওপর নির্মম বর্বরতা, হামলা ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি
দুরমুঠ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের ওয়াহেদ্দুজ্জামান ওয়াজকুরুনি (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের সরুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াহেদ্দুজ্জামান ওয়াজকুরুনি দুরমুঠ ইউনিয়নের সরুলিয়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি দুপুরে জমি নিয়ে বিরোধে আওয়ামী সন্ত্রাসী ওয়াজকুরুনি, মাইনুদ্দিন খাজা গংরা ঢাকা জর্জ কোর্টের আইনজীবী নাসরিন সুলতানা শিখা ও তার মায়ের ওপর হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত বছরের (২০ জানুয়ারি) মোঃ নাজমুল হুদা বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।