মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ও মরহুম সৈয়দ এরশাদুজ্জামান সাজা মিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঘোষেরপাড়া ইউনিয়নের খায়েরপাড়া সৈয়দ বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম সৈয়দ এরশাদুজ্জামান সাজা মিয়া’র ছেলে মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাফিজুল্লাহ বিজয় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুলের সভাপতিত্বে ও ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিল্লাতুল বারী সোহেল, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য বোরহান উদ্দিন রতন, সাদিকুর রহমান সিদ্দিক শুভ, ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার এবং ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ও মরহুম সৈয়দ এরশাদুজ্জামান সাজা মিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মেলান্দহ উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আসাদুল্লাহ।