জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে ২৬ শে মার্চ ২০২৫ মহান স্বধীনতা দিবস উপলক্ষে বুধবার বিকালে আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন লোটন, বিএনপি নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেল, বিএনপির সদর উপজেলা সভাপতি শফিকুল আলম শফি, বিএনপির শহর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ আল মাসুদ, বিএনপির শহর শাখার সভাপতি মাইন উদ্দিন বাবুল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মমিন আকন্দ কাউসার প্রমুখ।
সবশেষে দেশবাসী ও দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।