নিজস্ব প্রতিবেদক : প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৮টার দিকে পৌরসভার মনিরাজপুর জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে তিনটি ড্রাম ট্রাকসহ তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করাসহ ০৩টি গাড়ী আটক করা হয়েছে।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ মাসুদ আনোয়ার।
আটককৃত হলেন, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর বাগবাড়ী এলাকার
মৃত ওমর আলী মন্ডলের ছেলে আঃ মালেক খোকন (৪৭), চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি এলাকার আঃ খালেকের ছেলে মোঃ আজিজুর রহমান বাবু (২৪) ও উপজেলার পাটুনিপাড়া এলাকার মোঃ সোহরাবের ছেলে মোঃ হাফিজুর রহমান (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ মাসুদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিধানিক দল জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে তিনটি ট্রাক থেকে ১ হাজার ৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। উদ্ধার হওয়া এ-সব মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ সুপার আরও জানান, প্রত্যেক আসামী এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সহিত জড়িত জানা গেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উদ্ধারকৃত আলামত ফেন্সিডিল, মদ ও ব্যবহৃত গাড়ীর বিষয়ে জামালপুর সদর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।