নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহে স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা বলেন, আমরা প্রথমে একটি ইউনিয়ন দিয়ে শুরু করেছি। আমাদের ইচ্ছা আছে শুধু একটি ইউনিয়ন নয় পুরো জেলার গরীব, দুস্থ বিধবা নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার। আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে গরীব, বিধবা ও অসহায় মানুষদের নিয়ে কাজ করা। তারই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আমাদের সাথে সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহবান করছি।
প্রতিটি প্যাকেটে রয়েছে, তীর চাউল ১কেজি, সয়াবিন তেল আধা লিটার, সেমাই (বনফুল)১প্যাকেট, পাউডার দুধ ২প্যাকেট, তীর চিনি আধা কেজি, সাবান-১ পিস, আধা ও গরম মসলা।