নিজস্ব প্রতিবেদক : জামালপুরে ২০২১ সালের নিয়োগপ্রাপ্ত ক্রাফ্টদের করা মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জামালপুরের জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।
এসময় তারা বলেন- জুলাই- আগস্টের গনঅভ্যুত্থানে প্রথমে কোটার বিরুদ্ধে আন্দোলন করে প্রান দিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু এখন ৩০ শতাংশ ক্রাফট কোটায় শুধু মাত্র ভোকেশনাল থেকে এসএসসি উত্তীর্ণদের জুনিয়র স্ট্রাক্টর পদে নিয়োগ দেয়া হয়। উচ্চ আদালত তাদের পক্ষে রায় দিয়েছে। এই রায়ের প্রতিবাদ জানিয়ে বক্তারা দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করার দাবি জানান।