শিরোনামঃ
মেলান্দহে পত্রিকায় ‘মনগড়া ও মিথ্যা’ সংবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ জামালপুরে দুই শতাধিক পরিবার পেল স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার জিয়াউর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না: মুঞ্জু দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার মেলান্দহে ঝাউগড়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল জামালপুরের ইসলামপুরে পুষ্টি মেলা অনুষ্ঠিত মেলান্দহে মেলার নামে মদ-গাঁজা বন্ধের দাবিতে বিক্ষোভ কারাগার থেকে বেরুনোর পর সিরাজগঞ্জের সাবেক এমপিকে ছিনিয়ে নিয়ে নির্যাতন করে পুলিশে দিলো বৈছা সমন্বয়করা ঠাকুরগাঁও সদরে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে অভিযান, তল্লাশি দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

মাদারগঞ্জে ইউপি প্রশাসককে বিএনপি নেতার হুমকি

  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩ Time View

নিজস্ব প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ইউনিয়ন পরিষদের প্রশাসককে পরিষদ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন এক বিএনপি নেতা। এতে অন্যান্য ইউপি প্রশাসকরা কাজ করার বিষয়ে হতাশা ব্যক্ত করেছেন।

জানা গেছে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতন বৃহস্পতিবার বিকেলে সিধুলী ইউনিয়ন পরিষদে গিয়ে ঈদের ভিজিএফ এর তালিকাসহ অন্যান্য সব কাজ তার কথামতো করতে হবে বলে জানান। এতে ইউপি প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম সরকারি নিয়মেই তিনি কাজ করবেন বলে জানালে মিজানুর রহমান তাকে পরিষদের অফিস থেকে বের হয়ে যেতে বলেন।  ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে এমন অভদ্র আচরণে স্থানীয় বিএনপির নেতাদের অনেকেই ক্ষোভ ও অস্বস্তি প্রকাশ করেছেন।

কৃষি কর্মকর্তা ও সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি পরিষদ কার্যালয়ে বসে বিভিন্ন সেবাগ্রহিতাদের সেবা দিচ্ছিলেন। এসময় মিজানুর রহমান রতন দলবল নিয়ে সেখানে প্রবেশ করে পরিষদের সব কাজ তার কথামাতো করতে হবে বলে হুমকি দেন। তিনি সরকারি নিয়মেই সব কাজ করবেন বলে জানালে মিজানুর রহমান তাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। শাহাদুল ইসলাম তার কাজ ফেলে চেয়ার থেকে উঠবেন না বলে জানালে মিজানুর রহমানের সাথে থাকা লোকজন প্রশাসকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং তারাও প্রশাসককে অফিস থেকে বের হয়ে যেতে বলে। তবে শুক্রবার উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে এসে মিজানুর রহমান তার দুর্ব্যবহারে জন্য শাহাদুল ইসলামের কাছে ক্ষমা চান।
এ-সব অভিযোগের বিষয়ে সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতন জানান, ইউপি প্রশাসকের সাথে তার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে সেটার সমাধান হয়ে গেছে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ জানান, আমরা প্রতিনিয়ত এধরণের ঘটনার মুখোমুখি হচ্ছি। আপনারা শুধু এই একটা ঘটনাই শুনেছেন।

উল্লেখ্য, মাদারগঞ্জে তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে অথবা জেল হাজতে থাকায় ওইসব ইউনিয়নের প্রশাসক হিসেবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:১০
  • ৪:৪৪
  • ৬:৪৮
  • ৮:০৯
  • ৫:২৮
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
2019 © CodeDokan.Com