মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের হাজরাবাড়ী পৌরসভার হাজরাবাড়ী বাজারে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ভ্রাম্যমাণ দোকানের একটি ঘরের চালা ভেঙে দিয়েছেন হাজরাবাড়ী পৌরসভার কর্মচারী ও স্থানীয় বিএনপি কর্মীরা, এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী মোকাদ্দেস আকন্দ।
বুধবার (১২ মার্চ) বিকালে পৌরসভা কার্যালয়ে প্রধান ফটকের সামনের বাজারে এই ভাংচুরের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,মেলান্দহ থানার অন্তর্গত কোনামালঞ্চ মৌজার মধ্যে সিএস জরিপে ১১০ নং খতিয়ানভুক্ত সিএস ও আরওআর দাগ নং ৬১ এবং বিআরএস দাগ নং ১৮৭/২২৩ এর ২ একর ৩ শতাংশ ভূমি দাবী করে রাষ্ট্রপক্ষের বিপক্ষে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন হাসনা বেওয়া গং। এই রিট পিটিশনের উপর ১১-০২-২৫ ইং মহামান্য হাইকোর্ট অত্র ভূমিতে রিট বা নিষেধাজ্ঞা থাকা অবস্থায় উভয়পক্ষ কে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ দেন। কিন্তু পৌর প্রশাসন উক্ত বাজার ইজারা দেয়ার লক্ষ্যে গত ১৯/০২/২৫ইং তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করলে অসন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। পরবর্তীতে তারা ঘরটির চালা ভেঙে পড়ায় খুটি দিয়ে সংস্কার করেন।
বিষয়টি নিয়ে আশু সুরাহার লক্ষ্যে পৌর প্রশাসক উপজেলা সার্ভেয়ার কে নিয়ে ১ম পক্ষের সাথে আলোচনায় বসলে পৌর কর্মচারী লিটনের নেতৃত্বে অন্যান্য কর্মচারীরা স্থানীয় বিএনপির কর্মীদের নিয়ে দোকান ঘরটি ভেঙে ফেলে। এক পর্যায়ে ১ম পক্ষের সাথে পৌর কর্মচারী ও বিএনপির নেতাকর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এবিষয়ে পৌরসভার কর্মচারী লিটন বলেন “লোকজন ভাঙতে গিয়েছিল আমরা বিষয়টি বলতে গিয়েছিলাম। আমরা ভাঙতে যায়নি। বিএনপি’র লোকজনকে কে ডেকে আনছে তাও আমরা জানিনা। কয়েকদিন থেকেই ভাঙার পরিকল্পনা করা হয়েছিল তবুও আমরা ভাঙিনি।
পৌরসভার প্রশাসক তাসনীম জাহান বলেন,আদালতে যেহেতু মামলা চলমান সেহেতু আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
কিন্তু পৌর প্রশাসকের উপস্থিতিতে তাকে না জানিয়ে ঘর ভাঙার অনুমতি কে দিয়েছে এ বিষয়ে পৌর কর্মচারী লিটনকে ডেকে জিজ্ঞেস করলে কোন সদুত্তর না পেয়ে পৌর প্রশাসক অসন্তোষ প্রকাশ করে ঘটনাস্থল ত্যাগ করেন।