জামালপুর প্রতিনিধি : অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিয়েছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ -সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন। গত ২০মার্চ বৃহস্পতিবার জেলা শ্রমিক দল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ আজ ইতিহাসের জগন্যতম স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। তিনি এখন ভারতে বসে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। কিন্তু তার প্রেতাত্মারা এখন ও দেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে । এদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করলে জাতি কলঙ্কমুক্ত হবে।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শ্রমিক নেতা হারুনুর রশিদ, আনোয়ার হোসেন শাহীন, আবুল কালাম আজাদ, আলামীন হোসেন,জাহিদ হোসন জনি,মুসাব্বির আহম্মেদ জুয়েল, মনোরুল হক মনু, সুজন শেখ, নাহিদুল হক মুকুল প্রমুখ।