নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৭ হাজার গরীব ও অসহায় রোজাদার পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর থেকে সন্ধা প মেলান্দহ সদর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও ফুলছেন্না ইদগাহ মাঠসহ বিভিন্ন মসজিদে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ। এছাড়া জাকাত ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ৫০০ গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ এবং ১ কেজি চিড়া।
এছাড়া উপজেলার ফুলছেন্না ইদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে ৬ হাজার ৬শ মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়। যেখানে ছিলো গোস্ত, বিরিয়ানি, খেজুর, জুশ বোতল।
এসব সামগ্রী পেয়ে খুশি সুবিধাভোগীরা। পবিত্র রমজান মাসে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করায় সমাজের সকল মহল কর্তৃক প্রশংসিত হচ্ছেন সংস্থাটি।
রাহেলা খাতুন নামে এক নারী বলেন‘ আমার ঘরে আমার মেয়ে আর আমি ছাড়া কেউ নাই। কোনোরকম দিন এনে দিন খায়। রমজানে খুব কস্ট করে রোজা থাকি। আজ এসব খাদ্য পেয়ে খুব খুশি আমি। কয়দিন খুব উপকার পাবো।
আব্দুল করিম মিয়া নামে একজন বলেন, ‘আমি সড়ক দুর্ঘটনায় এক হারিয়ে পঙ্গু হয়ে আছি। নিজে ঠিকমত সংসারের কাজকর্ম করতে পারিনা। বাজারে সব জিনিসের অনেক দাম। রোজায় কস্টে ছিলাম। আজ এসব পাইলাম। আল্লাহ তাদের ভালো করুক’।
মো. মনির হোসেন নামে এসব কার্যক্রমের এক স্বেচ্ছসেবী বলেন, কয়েক বছর থেকেই এ সংস্থা জামালপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা কয়েকজন নিজেদের ইচ্ছাতেই শ্রম দিয়ে থাকি। গরিব অসহায়দের সেবা করতে পেরে খুবই ভালো লাগে।
দ্যা জাকাত ফাউন্ডেশন অফ অ্যামেরিকা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, সংস্থাটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এতিম শিশুদের প্রতিপালন, বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং ক্ষমতায়ন এবং দক্ষতা উন্নয়নে সহায়ক সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, বিশুদ্ধ ও নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, শীত বস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে জরুরী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে