সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ জুয়েল নাকি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তার নাম পরিবর্তন করে হয়েছেন বিধান মল্লিক। এমনকি তার বাবার নাম পাল্টে মুদিন্দ্রনাথ মল্লিক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এ সংবাদের সত্যতা যাচাই করতে গিয়ে এটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে।
নিজস্ব সূত্রে, উক্ত আধার কার্ডটি যাচাই করার জন্য ভারতের আধার কার্ড যাচাই ওয়েবসাইটে (UIDAI) যাচাই করা হলে সেটি ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে। আধার কার্ড নম্বরটি আসল কোনো রেকর্ডের সঙ্গে মেলেনি এবং তা ফটো এডিটিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ধারণা করা হচ্ছে এটি একটি ষড়যন্ত্রমূলক প্রচারণার অংশ, যার মাধ্যমে শেখ পরিবার এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।