শিরোনামঃ
মেলান্দহে পত্রিকায় ‘মনগড়া ও মিথ্যা’ সংবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ জামালপুরে দুই শতাধিক পরিবার পেল স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার জিয়াউর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না: মুঞ্জু দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার মেলান্দহে ঝাউগড়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল জামালপুরের ইসলামপুরে পুষ্টি মেলা অনুষ্ঠিত মেলান্দহে মেলার নামে মদ-গাঁজা বন্ধের দাবিতে বিক্ষোভ কারাগার থেকে বেরুনোর পর সিরাজগঞ্জের সাবেক এমপিকে ছিনিয়ে নিয়ে নির্যাতন করে পুলিশে দিলো বৈছা সমন্বয়করা ঠাকুরগাঁও সদরে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে অভিযান, তল্লাশি দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

ভারতের দিল্লিতে পুলিশের ব্যাপক ধরপাকড়, ২৪ বাংলাদেশি গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে পৃথক অভিযান চালিয়ে দিল্লি পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাস করেছেন। অভিযান চলাকালীন কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। দিল্লি দক্ষিণ জেলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৩ এবং দক্ষিণ পূর্ব জেলায় ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বর্তমানে ওই অঞ্চলে ১০ জনেরও বেশি বাংলাদেশির নথিপত্র যাচাই-বাছাই করছে। মঙ্গলবারও অবৈধভাবে বসবাসের অভিযোগে দিল্লির বিভিন্ন এলাকা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। সদর বাজার অঞ্চল থেকে দুই ও আউটার জেলা থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশ বলেছে, এই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন। তারা ভুয়া নথিপত্রও তৈরি করেছিলেন। দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এর আগে, গত ৮ মার্চ দিল্লি পুলিশ রাজধানীর বসন্ত কুঞ্জ এলাকার জয় হিন্দি শিবিরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে ব্সবাসরত অভিবাসীদের নথিপত্র যাচাই করা হয়।

দিল্লি পুলিশের উপ-পরিদর্শক রবী মালিক বলেন, অভিযান চলাকালীন তারা অভিবাসীদের কাছে পরিচয়পত্র চান এবং তাদের সব ধরনের নথিপত্র যাচাই করে দেখেছেন। এ সময় কারও পরিচয়পত্র সন্দেহজনক মনে হলে তা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হয়।

গত জানুয়ারিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা পুলিশকে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশের পরদিন থেকে দিল্লিতে বিশেষ অভিযান শুরু করে দিল্লি পুলিশ।

সূত্র: এএনআই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১২:০৯
  • ৪:৪৫
  • ৬:৫৬
  • ৮:২২
  • ৫:১৮
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
2019 © CodeDokan.Com